বাকেরগঞ্জে স্কুল কমিটি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কারসাজি
মুহূর্তের খবর, ঢাকা
তারিখ: ২০১৭-০৫-১৫ | সময়: ১২:২৮:২০
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৭০ নং জনতা সরকারি (নতুন) প্রথমিক বিদ্যালয়ের স্কুল কমিটি গঠন নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফা আক্তার কারসাজি শুরু করেছে। নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হয়েও ভারপ্রপ্ত প্রধান শিক্ষক প্রিজাইডিংকে বাদ দিয়ে নিজেই সকল কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রয়েছে বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ আলম। স্কুল থেকে জানা যায়, বিগত ২৯ এপ্রিল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফা আক্তার নিজেই প্রিজাইডিংকে বাদ দিয়ে দু’জন নারী ও দু’জন পুরুষ সদস্যের কাছে গোপনে মনোনয়নপত্র বিক্রি করেছে। ৩০ এপ্রিল মনোনয়ন পত্র জমা নিয়েছে। বাছাই হয়েছে ৬ এপ্রিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমন একঘেয়ামিতার বিষয়ে মুখ খুলেননি। একটি সুত্রে জানায়, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই নিলুফা আক্তার এমন কারসাজি শুরু করেছে। নির্বাচনের বিষয়ে স্কুলের বর্তমান সভাপতি মো: হিরু মৃধা জানায়, নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফা আক্তার আমার সাথে আলোচনা করেনি। স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো: ফিরোজ আলম মৃধা জানায়, গত ৭ এপ্রিল স্কুল ক্লাস্টার উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা শিল্পি আক্তার নির্বাচনি তফসিল কাগজ আমার হাতে দিয়েছে। এখন পর্যন্ত স্কুলের পক্ষে কেহ আমার সাথে যোগাযোগ করেনি। স্কুল থেকে আরও জানা যায়, স্কুলের জন্য বরাদ্দ স্লিপের টাকা, প্রাক-প্রাথমিকের টাকা এবং স্কুল মেরামতের টাকা এখন পর্যন্ত তোলা হয়নি। বছরের ৫ মাসেও কেন এ সকল টাকা দিয়ে কাজ করা হয়নি তার বিষয়ে সঠিক কোন উত্তর দিতে পারেনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফা আক্তার। স্কুলের নির্বাচনের বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিল্পি আক্তার বলেন, নির্বাচনের নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তাই পুনরায় নির্বাচনি তফসিল ঘোষনা করে নির্বাচন পরিচালনা করা হবে। অভিভবকরা স্কুলের উন্নয়ন ও লেখা পড়ার মান উন্নয়নের জন্য পুনরায় তফসিল দিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জোর দাবী জানিয়েছে।
Comment Disabled